ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত : বিএনপি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৪:০৪:৩৪

নুরের ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত : বিএনপি

নিজস্ব প্রতিবেদক:গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, "নুরের ওপর এই হামলা পরিকল্পিত। তাকে টার্গেট করেই এই আক্রমণ করা হয়েছে। এটা নিছক একটি হামলা নয়—এটা একটি হত্যাচেষ্টা। সরকার ও তাদের পৃষ্ঠপোষকরা ভিন্নমত দমন করতে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।"

তিনি আরও বলেন, "দেশে এখন কেউ নিরাপদ নয়। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিবাদ করার অধিকার—সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেকোনো গণতান্ত্রিক কণ্ঠ রোধ করতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে।"

নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএনপি মহাসচিব এ সময় নুরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি সরকারের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির পাশাপাশি বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন। ইতোমধ্যে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ