ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সুদানে ভূমিধসে এক হাজারেরও বেশি নিহত

২০২৫ সেপ্টেম্বর ০২ ০৯:১৩:০৬

সুদানে ভূমিধসে এক হাজারেরও বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে পুরো একটি গ্রাম ধসে গিয়ে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) দাবি করেছে, এ মর্মান্তিক ঘটনায় প্রাণে বেঁচে গেছেন মাত্র একজন।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার (৩১ আগস্ট) টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর দারফুরের মাররা পর্বতমালার তারাসিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই গ্রামটি মাটির নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।

এসএলএম/এ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী গ্রামের সব বাসিন্দাই নিহত হয়েছেন। কেবল একজন অলৌকিকভাবে বেঁচে যান। ভূমিধসের তীব্রতায় এলাকার একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। আগে এ অঞ্চল লেবু ও কমলার মতো সাইট্রাস ফল উৎপাদনের জন্য পরিচিত ছিল।

এ ঘটনার পর হতাহতদের উদ্ধারে এবং মানবিক সহায়তা প্রদানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এরই মধ্যে সুদান টানা তৃতীয় বছরের মতো ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত রয়েছে। দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। বিশেষ করে দারফুরের কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। এ বছরের মার্চে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর দারফুরে, বিশেষত এল-ফাশের অঞ্চলে, সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত