ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ভারতের ওপর শুল্ক আরোপে ইউরোপকে যুক্তরাষ্ট্রের চাপ

২০২৫ সেপ্টেম্বর ০১ ২১:২৩:৩৯

ভারতের ওপর শুল্ক আরোপে ইউরোপকে যুক্তরাষ্ট্রের চাপ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্রকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন চাইছে যে ইইউ রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি করুক, রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয় সম্পূর্ণরূপে বন্ধ রাখুক এবং রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারত ও চীনের উপর উচ্চহারে শুল্ক আরোপ করুক।

রুশ-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইইউ নেতাদের অবস্থান নিয়ে হোয়াইট হাউসের ধৈর্যচ্যুতি ঘটছে বলে জানা গেছে। গত ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপদ্বীপ এবং দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন— ইউক্রেনের এই চারটি প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন। ট্রাম্প পুতিনের এই শর্তে রাজি হলেও, ইইউ নেতারা এখনও এতে সম্মত হননি, যা হোয়াইট হাউসের অসন্তোষের প্রধান কারণ।

ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এক্সিওসকে বলেন, "ইইউ নেতারা চায় এই অযৌক্তিক যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং লম্বা সেই যুদ্ধের ব্যয় যুক্তরাষ্ট্র নির্বাহ করুক। একদিকে তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আবার অন্যদিকে ভারত ও চীনের মাধ্যমে রাশিয়ার তেল কিনছে।"

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে চলতি আগস্টের প্রথম দিকে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে, যা গত ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

এই পরিস্থিতিতে নিজেদের অর্থনীতির স্বার্থে ইউরোপে বিকল্প বাজার খুঁজছে ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ কারণেই ট্রাম্প প্রশাসন ইউরোপকে ভারতের উপর শুল্ক চাপাতে উৎসাহিত করছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত