ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দল বিএনপি: আমীর খসরু

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৯:৪০:০৩

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দল বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়ায় বিএনপি বর্তমানে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করাই এখন দলের প্রধান কাজ। এর মধ্য দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে এবং আগামী বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক, যেখানে সংসদের মাধ্যমে মানুষের চাওয়া-পাওয়ার কথাগুলো বলা যাবে।

সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি আলমাস সিনেমার সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল আলমাস সিনেমার সামনে থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি, জুবলী রোড, এনায়েত বাজার, তিন পুলের মাথা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

আমীর খসরু বলেন, নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা এবং মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তিনি নিশ্চিত করেন যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপিকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে এর কারণ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নের উদ্যোগ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তা-চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়কে তুলে ধরেন। তিনি বলেন, এই স্বপ্ন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং এখন তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে।

দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিষয়ে আমীর খসরু বলেন, বিএনপি যদি দায়িত্ব পায়, তাহলে দেশের মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না। তিনি জানান, দেশের মানুষের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই স্লোগান শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্রায়ণ নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশের লক্ষ্য হবে অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করে প্রত্যেক মানুষ যাতে উন্নয়নে সহযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। তিনি দেশের কামার-কুমার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়ার কথা জানান। বাড়িতে বসে পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করা হবে এবং শেয়ারবাজার, ব্যাংকিং-সহ সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সবাই যাতে ব্যবসা ও চাকরিতে অংশগ্রহণ করতে পারে, তার ব্যবস্থা করা হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী দৃঢ় কণ্ঠে বলেন, দেশের মানুষের হৃদয় জানে যে বাংলাদেশে এখন ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তারা ভেসে যাবে। তিনি সুষ্ঠু নির্বাচন দাবি করে বলেন, দেশের মানুষ যাকে ইচ্ছা নির্বাচিত করতে পারবে। তিনি বলেন, বার্তা পরিষ্কার, ফেব্রুয়ারির প্রথমার্ধে সব জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি তারেক রহমানের নির্দেশিত খালকাটা প্রকল্প হাতে নিতে এবং ৩০ কোটি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, সবার সম্মিলিত অবদানে আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং রাজনীতির পাশাপাশি অর্থনীতির গণতন্ত্রায়ণের কথা বলা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

শেখ হাসিনার মামলায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

শেখ হাসিনার মামলায় ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি... বিস্তারিত