ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৪:১০:৩৮

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকটি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হবে, তা এখনও জানানো হয়নি।

প্রেস উইং জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে প্রধান উপদেষ্টা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।

এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত