ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

২০২৫ আগস্ট ৩১ ২১:৫৫:৩৩

নির্বাচনের বিকল্প ভাবা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে বলেছেন যে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই এবং নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।

রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর তার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এবং বিশেষ সহকারী মুনির হায়দার সাক্ষাৎ করেন। ড. রীয়াজ জুলাই সনদ চূড়ান্তকরণ এবং রাজনৈতিক দলগুলোর মতামত সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এছাড়াও, বৈঠকে আসন্ন দুর্গাপূজা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে এবং সহযোগিতা করতে বলেছেন, যাতে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে না পারে।

জাতীয় পার্টির বিষয়েও আলোচনা হয়েছে এবং বিভিন্ন দল বিভিন্ন মতামত দিয়েছে, যা প্রধান উপদেষ্টা মনোযোগ সহকারে শুনেছেন বলে প্রেস সচিব জানান। তিনি আরও উল্লেখ করেন যে, গত ১৩ মাস ধরে চলমান সংলাপের অংশ হিসেবে আজকের বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত