ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সচিবালয়ে পাক হাইকমিশনার-ধর্ম উপদেষ্টা সাক্ষাৎ

২০২৫ আগস্ট ৩১ ২০:২০:৩০

সচিবালয়ে পাক হাইকমিশনার-ধর্ম উপদেষ্টা সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এতে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করতে এলে ধর্ম উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. খালিদ হোসেন বলেন, কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসুলে ফিকহ, আকিদা, আখলাক, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা এই বৃত্তি পেলে উপকৃত হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলাম ধর্মীয় শিক্ষা এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করতে পারে।

তবে, তিনি জোর দেন যে এসব বিষয় পারস্পরিক সম্মান, মর্যাদা এবং সৌহার্দ্যের ভিত্তিতেই এগিয়ে নিতে হবে।

এর আগে, ধর্ম উপদেষ্টা পাকিস্তানের নতুন হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান। এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত