ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
জাতীয় পার্টির ছায়ায় আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন নতুন কৌশল হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করে পুরনো রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে।”
রবিবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। আমরা অতীতে দেখেছি, এই দল বারবার আওয়ামী লীগের একদলীয় সংসদকে বৈধতা দিয়েছে। কীভাবে বিদেশি প্রেসক্রিপশনের মাধ্যমে কৃত্রিম গণতন্ত্র ও সংসদ গঠন করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ দেখেছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবেই সমর্থন করা যাবে না। সরকার যদি কোনোভাবে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে জনগণের পক্ষ থেকে এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তা প্রতিহত করা হবে বলে আমি প্রত্যাশা করি।”
ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, “আগামী দিনের বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সেটেলমেন্ট হতে হবে, যেখানে আওয়ামী লীগ বা তাদের প্রতিষ্ঠানের কোনো একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে না। কিছু পক্ষ চাইছে না যে তাদের বাইরে কোনো শক্তি জনগণের প্রতিনিধিত্ব করুক।”
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, “এ নিয়ে এখনো সরকার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তে আসেনি। তবে বিষয়টি আলোচনায় আছে। সরকার এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক ডেকেছে। আজও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনের সংগঠকদের সঙ্গে বৈঠক করবেন।”
তিনি বলেন, “জনগণের মতামত ও রাজনৈতিক দলগুলোর বক্তব্যের ভিত্তিতে সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট