ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল

২০২৫ আগস্ট ৩১ ১৮:১৪:০৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনাতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল।

রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এনসিপি প্রতিনিধি দলটি যমুনার ভেতরে প্রবেশ করে। এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন – জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এই বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনাতে জামায়াতের প্রতিনিধি দলও উপস্থিত ছিল।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এসব বৈঠকে আগামী নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উপায় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার যমুনাতে অনুষ্ঠিত এক সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার যেকোনো ষড়যন্ত্র, বাধা বা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে এবং জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত জয়ী হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত