ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নাটকীয় জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারত আগেই শিরোপা নিশ্চিত করলেও, আজ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে সেই ম্যাচটি রূপ নেয় চরম নাটকীয়তায়, যেখানে ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে এক শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নেয়। প্রথম রাউন্ডে ভারতকে ২-০ গোলে হারানোর প্রতিশোধ নিলেন অর্পিতারা।
ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেও ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন, আর অন্যদিকে বাংলাদেশ মেতে ওঠে বিজয়ের উল্লাসে। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভারত সমতা আনলে মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্র'তেই শেষ হবে। কিন্তু ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশের গোল ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য করে। এই নাটকীয় হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না!
বাংলাদেশের জয়সূচক গোলটিও ছিল বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছিলেন সুরভী আকন্দ প্রীতি। তার নেওয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লেগে এরপর ভারতের জালে জড়িয়ে যায়। এতে বাংলাদেশের ফুটবলাররা আনন্দে মেতে ওঠেন এবং ভারতীয়রা কান্নায় ভেঙে পড়েন। কিক অফের পরপরই রেফারি শেষ বাঁশি বাজান। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জয় এনে দেওয়া প্রীতি।
প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের প্রথম মিনিটেই পূর্ণিমা মারমা দুর্দান্ত হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। সাত মিনিট পর ভারত সমতা আনলেও ৩৬ মিনিটে জটলার মধ্যে আলপী আক্তারের গোলে আবারও লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে সুরভী আকন্দ প্রীতি ৪৭ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করেন। অনেকেই তখন ম্যাচের শেষ দেখলেও রোমাঞ্চের অনেকটাই বাকি ছিল। ৬৫ মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে ভারত আবার গোল পায়। ভারতের বাড়ানো এক লং বল বাংলাদেশি ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি, ফলে ভারতীয় ফরোয়ার্ড ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা বক্স থেকে বেরিয়ে আসছিলেন, তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান প্রতিপক্ষের খেলোয়াড়। ম্যাচের ৮৮ মিনিটেও বাংলাদেশ আরেকটি দূর পাল্লার শটে গোল হজম করে। এবারও বাংলাদেশের গোলরক্ষক মেঘলা পোস্ট থেকে সামনে ছিলেন। ভারতীয় ফুটবলার সেটা লক্ষ্য করেই গোল করেন। ৮৯ মিনিটে খেলা ৩-৩ সমতায় আসলেও, ইনজুরি সময়ের নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়ে।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চার দল ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ছয়টি ম্যাচ খেলেছে। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ১৫ এবং বাংলাদেশের পয়েন্ট ১৩। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশেরও সমান ১৫ পয়েন্ট থাকত। তখন হেড টু হেড এবং গোল ব্যবধান বিবেচনা করে শিরোপা নির্ধারণ হতো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি