ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

লিটনের ইনিংস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে : ডাচ কোচ

২০২৫ আগস্ট ৩১ ১০:৩৯:৪২

লিটনের ইনিংস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে : ডাচ কোচ

বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই দিল না নেদারল্যান্ডসকে। সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা জিতেছে দাপুটে ৮ উইকেটে। এশিয়া কাপের প্রস্তুতির শুরুটা এভাবেই দুর্দান্ত করল লিটন দাসের দল। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিজেই। আর সেই ইনিংসেই মুগ্ধ প্রতিপক্ষ দলের কোচ রায়ান কুক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুক বলেন, “আমাদের বোলাররা যখনই ভুল করেছে, বাংলাদেশ তখনই সেটার সুযোগ নিয়েছে। দুই দিকেই শট এক্সিকিউশন দুর্দান্ত ছিল। শুধু তাই নয়, সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রেও তাদের শট মেকিং অসাধারণ ছিল। বিশেষ করে লিটনের ইনিংস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।”

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নামা নেদারল্যান্ডস বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হয়। ফলে তাদের ইনিংস থেমে যায় মাত্র ১৩০ রানে। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ডাচ অধিনায়ক স্কট এডওয়ারডস বলেন, “ম্যাক্স ও’ডাউড ভালো শুরু করেছিল, কিন্তু মাঝপথে আমরা গতি হারাই। বাংলাদেশের বোলাররা আমাদের চাপে রেখেছিল। পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও তারা উইকেট নিয়েছে। ফলে আমরা ছন্দে ফিরতে পারিনি। আর ১৩০ রান এখানে যথেষ্ট নয়।”

তবে টস হারকে ম্যাচ হারের অজুহাত মানতে নারাজ নেদারল্যান্ডস কোচ। তার ভাষায়, “টস একটি ফ্যাক্টর হলেও ম্যাচের ফল নির্ধারণ করে না। প্রথমে ব্যাট করেও জেতা সম্ভব, তবে সেক্ষেত্রে ভালো স্কোর দাঁড় করাতে হবে।”

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত