ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা প্রেস সচিবের

২০২৫ আগস্ট ৩০ ১৮:৫৪:১৪

নুরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা প্রেস সচিবের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব জানান, এই বিচার বিভাগীয় তদন্ত হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে অনুষ্ঠিত হবে। তদন্ত কমিটির কর্মপরিধি (টার্মস অব রেফারেন্স) এবং অন্য সদস্যদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তদন্ত কমিটি হামলার সব বিষয় খতিয়ে দেখবে, যার মধ্যে গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা, সেটিও অন্তর্ভুক্ত থাকবে।

নুরুল হক নুর বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রেস সচিব নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত