ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

জাপার কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়, কড়া পাহারায় পুলিশ

২০২৫ আগস্ট ৩০ ১৮:২৪:১২

জাপার কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়, কড়া পাহারায় পুলিশ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয় ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকেই কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন দলটির অর্ধশতাধিক নেতাকর্মী, আর বাইরে কড়া সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এলাকায় থমথমে পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

কার্যালয়ের ভেতরে ঠিক কী ঘটছে, তা জানা যায়নি, কারণ সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তবে মাঝেমধ্যে নেতাকর্মীরা বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লে এক ধরনের জটলা সৃষ্টি হচ্ছে। বিকেল ৫টা নাগাদ দু'বার ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলেও, এর উৎস বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও, বিকেল ৫টা পর্যন্ত তিনি সেখানে উপস্থিত হননি। এই পরিস্থিতিতে দলের অভ্যন্তরে এবং কার্যালয় প্রাঙ্গণে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত