ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

নুরের ওপর হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: বিএনপি মহাসচিব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ৩০ ০৭:৪৯:১১
নুরের ওপর হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: বিএনপি মহাসচিব

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তীব্র নিন্দা জানিয়ে নুরের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) প্রথম প্রহরে বিএনপির পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক সংস্কৃতি বিনষ্ট করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনাও দলটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের বহু নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় বিএনপি ক্ষুব্ধ। এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। পাশাপাশি নুরের দ্রুত সুস্থতা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় নুরকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করে বলেন, জাপা (জাতীয় পার্টি) ও তাদের অঙ্গসংগঠনের কর্মীরা আকস্মিকভাবে 'জয় বাংলা' স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। এই অপ্রত্যাশিত হামলায় গণঅধিকার পরিষদের কর্মীরা হতভম্ব হয়ে পড়েন।

নেতাদের অভিযোগ, জাপা কর্মীরা শুধু স্লোগান দিয়েই থেমে থাকেনি, তারা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে। এর ফলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের সহিংস রূপ ধারণ করে। এতে বেশ কয়েকজন আহত হন এবং এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই সহিংসতা পুরো কাকরাইল এলাকায় এক ভীতিকর পরিবেশ তৈরি করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে চরম উদ্বেগ দেখা দেয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত