ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

'প্ল্যান-বি' বাস্তবায়নেই নুরুলের ওপর হামলা: সারজিস আলম

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৯ ২৩:০৭:০৬
'প্ল্যান-বি' বাস্তবায়নেই নুরুলের ওপর হামলা: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি-টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লিখেছেন, "ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসাবে দেখিনা।"

তিনি আরও বলেন, "আমি কখনো উপরের নির্দেশ ছাড়া একটা পা ও ফেলে না। সেনাবাহিনীর মধ্যাকার কার নির্দেশে নুর ভাইকে রক্তাক্ত করা হলো এ জবাব সেনাপ্রধান কে দিতে হবে। সেনাবাহিনীর মধ্যাকার কারা একটা পার্টির আহ্বায়ক কে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেতাও খুঁজে বের করতে হবে।"

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "পুলিশের মধ্যাকার যে আওয়ামী দালালরা এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নুরকে ভালো করে চিনে। তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।"

সারজিস আলম তার পোস্টে বলেন, "প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলেমিশে একাকার।"

তিনি নুর ভাইদের ওপর 'বর্বরতম হামলার' মূল কারণ হিসেবে এই 'প্ল্যান-বি'কেই উল্লেখ করেন। তার মতে, এর মাধ্যমে "জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে!" তিনি এই হামলার তীব্র নিন্দা জানান।

সারজিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে একই পথের পথিক উল্লেখ করে বলেন, "আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর, বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক। তাদের পরিণতিও একই হবে।"

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজয়নগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত