ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
'এনসিপি আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে'
পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের পেছনে 'কালো শক্তি' রয়েছে। একই সঙ্গে তিনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, "নিন্দা জানানোর ভাষা আমার নেই, কারণ মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম।" তিনি ৮৭ বছর বয়সী লতিফ সিদ্দিকীকে আটক ও অপমানের ঘটনাকে 'দেশের সবচেয়ে অপরিণামদর্শী' উল্লেখ করে বলেন, "যারা এটি করেছে, তারা দেশের পরিণতি বুঝতে পারছে না। যারা ভেঙে দিয়েছে, তাদেরকে আমি বলব, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না।"
বিএনপির এই নেতা দাবি করেন, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের পেছনে "কালো শক্তি রয়েছে, যারা দেশ দখল করতে চাচ্ছে।" তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, "বিএনপি যত দ্রুত এটি বুঝবে, তত বেশি দেশের মঙ্গল হবে। যদি না বোঝে, দেশের কপালে অনেক দুঃখ অপেক্ষা করছে।" তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।"
এ সময় ফজলুর রহমান জুলাই বিপ্লবীদের গঠিত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দল বলেও আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, "ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা আমি বিশ্বাস করি না। এনসিপি তার (ড. ইউনূস) দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।"
লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার এবং তার ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলোকে অপমানজনক উল্লেখ করে ফজলুর রহমান বলেন, "যারা লতিফ সিদ্দিকীকে আটক করেছে, তারা দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অশ্রদ্ধাশীল। আমরা এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারি না।"
উল্লেখ্য, এর আগে ফজলুর রহমান কয়েকটি বিতর্কিত মন্তব্য করায় বিএনপি তাকে শোকজ করেছিল। তিনি জুলাই অভ্যুত্থানকারীদের 'কালো শক্তি' এবং ছাত্রদের 'রাজাকার' হিসেবে আখ্যায়িত করেন। এই মন্তব্যের জেরে ২৬ আগস্ট তিনি ১১টি পয়েন্টে শোকজের জবাব দেন, তবে দলের কাছে তা সন্তোষজনক না হওয়ায় তার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে