ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

'এনসিপি আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৯ ২২:২৮:৪৯
'এনসিপি আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে'

পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের পেছনে 'কালো শক্তি' রয়েছে। একই সঙ্গে তিনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, "নিন্দা জানানোর ভাষা আমার নেই, কারণ মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম।" তিনি ৮৭ বছর বয়সী লতিফ সিদ্দিকীকে আটক ও অপমানের ঘটনাকে 'দেশের সবচেয়ে অপরিণামদর্শী' উল্লেখ করে বলেন, "যারা এটি করেছে, তারা দেশের পরিণতি বুঝতে পারছে না। যারা ভেঙে দিয়েছে, তাদেরকে আমি বলব, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না।"

বিএনপির এই নেতা দাবি করেন, লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের পেছনে "কালো শক্তি রয়েছে, যারা দেশ দখল করতে চাচ্ছে।" তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, "বিএনপি যত দ্রুত এটি বুঝবে, তত বেশি দেশের মঙ্গল হবে। যদি না বোঝে, দেশের কপালে অনেক দুঃখ অপেক্ষা করছে।" তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, "আমাদের দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।"

এ সময় ফজলুর রহমান জুলাই বিপ্লবীদের গঠিত জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দল বলেও আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, "ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা আমি বিশ্বাস করি না। এনসিপি তার (ড. ইউনূস) দল আর জামায়াতের সঙ্গে ড. ইউনূসের রাতের যোগাযোগ আছে। প্র্যাক্টিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে।"

লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার এবং তার ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলোকে অপমানজনক উল্লেখ করে ফজলুর রহমান বলেন, "যারা লতিফ সিদ্দিকীকে আটক করেছে, তারা দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অশ্রদ্ধাশীল। আমরা এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারি না।"

উল্লেখ্য, এর আগে ফজলুর রহমান কয়েকটি বিতর্কিত মন্তব্য করায় বিএনপি তাকে শোকজ করেছিল। তিনি জুলাই অভ্যুত্থানকারীদের 'কালো শক্তি' এবং ছাত্রদের 'রাজাকার' হিসেবে আখ্যায়িত করেন। এই মন্তব্যের জেরে ২৬ আগস্ট তিনি ১১টি পয়েন্টে শোকজের জবাব দেন, তবে দলের কাছে তা সন্তোষজনক না হওয়ায় তার পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত