ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নতুন রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৯ ১৯:১১:৪২
নতুন রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে ৫ হাজার ১৯টি কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫ হাজার ১৯ টিইইউএস (বিশ ফুট সমমানের একক) কনটেইনার হ্যান্ডলিং হয়।

নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সিডিডিএল জানিয়েছে, এই ৫ হাজার ১৯টি কনটেইনারের মধ্যে আমদানি করা কনটেইনার ছিল ২ হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার ছিল ২ হাজার ৯১৮ টিইইউএস। এটি একদিনে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

এর আগে, গত ৭ জুলাই সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। `সিডিডিএলের কর্মকর্তা ও সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন গেটে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় কনটেইনার হ্যান্ডেলিং দ্রুততর হয়েছে। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাগুলো নিরসনে সিডিডিএলের অধীন কর্মকর্তা ও সদস্যরা অত্যন্ত দক্ষ ভূমিকা পালন করেছেন।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে সর্বমোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ছিল ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি। এটি বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৬ আগস্ট করা একটি অ্যানালাইসিস থেকে জানা যায়, ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনে (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। এর অর্থ হলো, সিডিডিএল দায়িত্ব গ্রহণের পর ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং ৪৬.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত