ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
টসে জিতে বোলিংয়ে জিম্বাবুয়ে শুরুতেই চমক!
আইসিসি পুরুষ বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের এক গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস।
জিম্বাবুয়ের সমীকরণ
হারারেতে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়। সকালের আবহাওয়া ও উইকেট বোলারদের সহায়ক হবে ধরে নিয়ে তিন পেসারকে খেলাচ্ছে জিম্বাবুয়ে। এরা হলেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ট্রেভর গুয়ান্ডু।এ ছাড়া বড় চমক ব্রেন্ডন টেলরের প্রত্যাবর্তন। নিষেধাজ্ঞা শেষে এটাই তার প্রথম ওয়ানডে ম্যাচ। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি।
শ্রীলঙ্কার দলে চমক
অতিথি শ্রীলঙ্কা দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সাদিরা সামারাওয়ারিক্রমা। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন তিনি। একইসঙ্গে তিনজন পেসার নিয়ে খেলছে শ্রীলঙ্কা—দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্ডো ও বাঁহাতি দিলশান মাদুশাঙ্কা।
সম্ভাব্য লড়াই
জিম্বাবুয়ের লক্ষ্য নতুন বলে দ্রুত উইকেট তোলা। অন্যদিকে শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইনআপ সামলাতে হবে প্রতিপক্ষের পেসারদের চ্যালেঞ্জ। এই ম্যাচে জয় পাওয়া দুই দলের জন্যই সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কোরকার্ড
হারারেতে ম্যাচের শুরুতে ব্যাট হাতে নামা শ্রীলঙ্কা কিছুটা সাবধানী ব্যাটিং করছে। ইনিংসের এই পর্যায়ে ক্রিজে আছেন সাদিরা সামারাওয়ারিক্রমা ও চরিথ আসালাঙ্কা। সামারাওয়ারিক্রমা ৩২ বল খেলে ২২ রান করেছেন, যেখানে তিনটি চার মেরেছেন। অন্যপ্রান্তে আসালাঙ্কা চার বল খেলে করেছেন ৩ রান।
বল হাতে জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত কার্যকর বোলিং করেছেন ব্লেসিং মুজারাবানি। তিনি ৭ ওভার বল করে মাত্র ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট। অন্যদিকে স্পিনার সিকান্দার রাজা তার ৮ ওভার শেষ করেছেন, দিয়েছেন ৩৫ রান, তবে এখনো উইকেটের দেখা পাননি।
একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাওয়ারিক্রমা, চরিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুশমান্থ চামিরা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা।
জিম্বাবুয়ে: ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গুয়ান্ডু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত