ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

জেনে নিন ঘামের দুর্গন্ধ দূর করার ঘরোয়া সমাধান

ডুয়া নিউজ- লাইফস্টাইল
২০২৫ আগস্ট ২৯ ১৪:৫৮:০৯
জেনে নিন ঘামের দুর্গন্ধ দূর করার ঘরোয়া সমাধান

গরমের দিনে অতিরিক্ত ঘাম থেকে শরীরে দুর্গন্ধ হওয়া খুবই স্বাভাবিক একটি সমস্যা। বিশেষ করে বগলের দুর্গন্ধের কারণে অনেকেই অস্বস্তিতে ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশিরভাগ মানুষই সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু বাজারে প্রচলিত বেশিরভাগ ডিওডোরেন্ট ও পারফিউমে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে, যা দীর্ঘদিন ব্যবহারে ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। এই সমস্যার একটি সহজ এবং প্রাকৃতিক সমাধান হলো ফিটকিরি।

ফিটকিরির বৈজ্ঞানিক নাম পটাশিয়াম অ্যালাম, যা একটি প্রাকৃতিক খনিজ লবণ। শরীরের দুর্গন্ধের মূল কারণ হলো ত্বকে থাকা ব্যাকটেরিয়া, যা ঘাম থেকে তৈরি হয়। ফিটকিরিতে থাকা অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং প্রাকৃতিকভাবে দুর্গন্ধ দূর করে।

কীভাবে ব্যবহার করবেন ফিটকিরি?ফিটকিরি দিয়ে খুব সহজেই আপনি ঘরেই নিজের জন্য বডি স্প্রে বা পাউডার তৈরি করতে পারেন।

বডি স্প্রে: এক কাপ পানিতে এক টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখুন যতক্ষণ না এটি পুরোপুরি মিশে যায়। এরপর মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। যেহেতু ফিটকিরির নিজস্ব কোনো গন্ধ নেই, তাই আপনি আপনার পছন্দমতো কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল (যেমন: ল্যাভেন্ডার বা টি ট্রি অয়েল) মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণটি সরাসরি শরীরের দুর্গন্ধযুক্ত অংশে স্প্রে করে ব্যবহার করতে পারেন।

পাউডার হিসেবে: এক টেবিল চামচ ফিটকিরি গুঁড়োর সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এটি প্রতিদিন গোসলের পর ব্যবহার করলে সারা দিন শরীর সতেজ থাকবে এবং দুর্গন্ধ দূর হবে।

রাসায়নিক পণ্যের পরিবর্তে ফিটকিরি ব্যবহার করা আপনার ত্বককে সুস্থ রাখবে এবং আপনাকে দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি দেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত