ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
জানুন ঘাড়ে পারফিউম ব্যবহারের ক্ষতি
ডুয়া ডেস্ক: বিয়ে কিংবা পার্টি যেখানে আপনি যান না কেন, সুগন্ধি ছাড়া যেন চলেই না। বাইরে বেরোনো যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই বাইরে বের হওয়ার আগে ঘাড় কিংবা গলায় একটু স্প্রে পারফিউম দেওয়া চাই, যা দৈনন্দিন জীবনে একজন মানুষের বড় অভ্যাস। কিন্তু এই নিরীহ অভ্যাসই এখন সামাজিক মাধ্যমে রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক্সে জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সতর্কবার্তা ঘাড়ে পারফিউম ব্যবহার নাকি ত্বকের ক্ষতি থেকে শুরু করে হরমোনের গোলমাল পর্যন্ত ঘটে যেতে পারে। তবে সত্যিই কি এতটা ভয়ংকর বিষয়, নাকি ইন্টারনেট বরাবরের মতো এবারও বাড়াবাড়ি করছে? এ বিষয়টি খতিয়ে দেখছেন ত্বক বিশেষজ্ঞরা।
বিষয়টি হরমোনের চেয়ে বেশি ত্বকের সংবেদনশীলতার সঙ্গে জড়িত আছে। এ বিষয়ে ডার্মাটোলজি কনসালট্যান্ট ডা. মীনু মালিক বলেছেন, বেশিরভাগ পারফিউমে উচ্চমাত্রার অ্যালকোহল ও কৃত্রিম সুগন্ধি উপাদান থাকে। তাই এগুলো দ্রুত বাষ্পীভূত হলেও পাতলা ত্বকে বারবার ব্যবহার করলে স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে লালচে ভাব, চুলকানি, র্যাশ কিংবা দীর্ঘমেয়াদি কালচে দাগও দেখা দিতে পারে।
তিনি বলেন, অনেক পারফিউমে থাকা কিছু উপাদান সূর্যালোকের সংস্পর্শে এলে ত্বকে ফটোসেনসিটিভ প্রতিক্রিয়া তৈরি করে। বাইরে বেরিয়ে রোদে পড়লে ঘাড়ে দাগ পড়ে যেতে পারে, যা সহজে নির্মূল হয় না বলে জানিয়েছেন এ ডার্মাটোলজি কনসালট্যান্ট।
ঘাড়ের ঠিক নিচেই রয়েছে থাইরয়েড গ্রন্থি, যা শরীরের হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অংশের ত্বক তুলনামূলকভাবে পাতলা ও রক্তনালির কাছাকাছি হওয়ায় পারফিউমের রাসায়নিক উপাদান নাকি সহজেই শরীরে প্রবেশ করতে পারে। অনেকেই দাবি করে বলেছেন, আধুনিক পারফিউমে থাকা ফথালেট, অ্যালকোহল ও সিনথেটিক ফ্র্যাগরেন্স শুধু গন্ধ ছড়ায় না। এসব ত্বকের ভেতর ঢোকার মতো করেই তৈরি। কারও কারও অভিজ্ঞতায় উঠে এসেছে ঘাড়ে জ্বালাপোড়া, অজানা ক্লান্তি, মাথাব্যথা, মুড সুইং— এমনকি হরমোনাল সমস্যার কথাও।
এ বিষয়ে ডার্মাটোলজিস্ট ডা. প্রিয়া পূজা বলেছেন, ঘাড়ের ত্বক শরীরের অন্য অংশের তুলনায় বেশি সংবেদনশীল। তাই নিয়মিত সেখানে পারফিউম ব্যবহার করলে কন্টাক্ট ডার্মাটাইটিস বা দীর্ঘস্থায়ী ত্বকের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যাদের একজিমা বা রোসেশিয়ার প্রবণতা আছে। তিনি বলেন, পারফিউম সরাসরি থাইরয়েড বা হরমোন নষ্ট করে, এমন প্রমাণ নেই। তবে সংবেদনশীল জায়গায় নিয়মিত রাসায়নিক প্রয়োগে ঝুঁকি বাড়তে পারে, যা এড়ানোই ভালো।
বিশেষজ্ঞরা বলছেন, পারফিউম ব্যবহার করলেও ঘাড়ের বদলে পোশাকে হালকা স্প্রে করা যেতে পারে। ত্বকে দিতে হলে কবজি, হাঁটুর পেছনের অংশ তুলনামূলকভাবে নিরাপদ। যাদের ত্বক খুব সংবেদনশীল, তাদের জন্য ফ্র্যাগরেন্স-ফ্রি পণ্যই সবচেয়ে ভালো।
ডা. প্রিয়া পূজা আরও বলেন, ঘাড়ে পারফিউম ব্যবহার করলেই যে রাতারাতি বড় কোনো ক্ষতি হবে বিষয়টি একেবারেই তেমন নয়। তবে দীর্ঘদিন ধরে নিয়মিত এ অভ্যাস ত্বকের ক্ষতি, দাগ বা অস্বস্তির কারণ হতে পারে। পারফিউম ব্যবহারে যে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, এমন বিষয় নিয়ে ভাবনার কিছু নেই।
তিনি বলেন, তবে কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার ভালো না, সে বিষয়টি সচেতন থাকা উচিত। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাদের পারফিউমের উপাদান নিয়ে সচেতন থাকার বিষয়টি জানিয়েছেন বিশেষজ্ঞরা
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল