ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

স্মার্টওয়াচেই পিরিয়ড ট্র্যাকার, নজর কাড়ছে নয়েজফিট প্রো ৬আর

২০২৬ জানুয়ারি ২১ ২০:৪৫:৫১

স্মার্টওয়াচেই পিরিয়ড ট্র্যাকার, নজর কাড়ছে নয়েজফিট প্রো ৬আর

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল জীবনযাত্রায় ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব এখন হাতের কবজিতেই। আধুনিক স্মার্টওয়াচগুলো আর শুধু সময় জানানোয় সীমাবদ্ধ নেই; বরং প্রতিদিনের শরীরচর্চা, ঘুম, হার্টবিট এমনকি হরমোনজনিত পরিবর্তনও নজরে রাখছে এসব ডিভাইস। এই ধারাবাহিকতায় বাজারে এসেছে নয়েজের নতুন স্মার্টওয়াচ নয়েজফিট প্রো ৬আর, যেখানে যুক্ত হয়েছে নারীদের জন্য বিশেষ পিরিয়ড ট্র্যাকিং ফিচার।

বর্তমান সময়ের স্মার্টওয়াচগুলো ব্যবহারকারীর দৈনন্দিন হাঁটা, ঘুমের সময়কাল, ক্যালরি বার্নসহ নানা তথ্য সংরক্ষণ করে। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর পানি পান, বিশ্রাম নেওয়া বা ঘুমানোর জন্য স্মার্ট নোটিফিকেশন পাঠিয়ে স্বাস্থ্য সচেতন থাকতে সহায়তা করে।

নয়েজফিট প্রো ৬আর স্মার্টওয়াচে যুক্ত হয়েছে নারীদের জন্য মাসিক চক্র ট্র্যাকিং সুবিধা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আগাম নোটিফিকেশন পেয়ে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে পারবেন, যা দৈনন্দিন জীবন ব্যবস্থাপনায় সহায়ক হবে।

স্বাস্থ্য ট্র্যাকিংয়ের দিক থেকে নয়েজফিট প্রো ৬আর বেশ সমৃদ্ধ। এতে রয়েছে হৃদস্পন্দন পর্যবেক্ষণ, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO₂) মাপা, স্ট্রেস মনিটরিং এবং ঘুম বিশ্লেষণ ব্যবস্থা। ব্যবহারকারীর ঘুমের মান অনুযায়ী ঘুমের স্কোর দেখানোর পাশাপাশি শরীরের প্রস্তুতি বোঝাতে একটি রেডিনেস স্কোরও প্রদান করে ডিভাইসটি।

ডিজাইন ও ডিসপ্লের দিক থেকেও স্মার্টওয়াচটি নজরকাড়া। এতে রয়েছে ১.৪৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা সর্বোচ্চ ১,০০০ নিট উজ্জ্বলতা দিতে সক্ষম। ৪২ মিলিমিটার রাউন্ড ডায়ালযুক্ত এই ঘড়িটি অ্যান্ড্রয়েড ও আইফোন—উভয় ডিভাইসের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।

নয়েজফিট প্রো ৬আর-এ বিল্ট-ইন জিপিএস এবং স্ট্রাভা ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে, যা আউটডোর অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ে কার্যকর। এতে যুক্ত করা হয়েছে নয়েজ এআই প্রো, যা স্বাস্থ্য সংক্রান্ত ইনসাইট, ডিভাইস কন্ট্রোল এবং এআই-চালিত ওয়াচ ফেস তৈরির সুবিধা দেবে।

ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকেও ভালো দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। নিয়মিত ব্যবহারে এটি টানা সাত দিন এবং স্ট্যান্ডবাই মোডে প্রায় ৩০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। মাত্র দুই ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হওয়ার সুবিধাও রয়েছে।

ধুলা ও পানি প্রতিরোধে নয়েজফিট প্রো ৬আর পেয়েছে IP68 রেটিং। কোম্পানির দাবি অনুযায়ী, স্মার্টওয়াচটি ১০০ মিটার গভীর পানিতেও ব্যবহারযোগ্য। ডিভাইসটিতে একটি ক্রাউন ও একটি নেভিগেশন বোতাম যুক্ত করা হয়েছে।

স্ট্র্যাপের ক্ষেত্রেও রয়েছে নানা বিকল্প। চামড়ার স্ট্র্যাপ পাওয়া যাবে বাদামি ও কালো রঙে, ধাতব স্ট্র্যাপ টাইটানিয়াম ও ক্রোম ব্ল্যাক রঙে এবং সিলিকন স্ট্র্যাপ পাওয়া যাবে কালো ও স্টারলাইট সোনালি রঙে।

ভারতের বাজারে নয়েজফিট প্রো ৬আর-এর দাম নির্ধারণ করা হয়েছে চামড়া ও সিলিকন স্ট্র্যাপ ভেরিয়েন্টের জন্য ৬ হাজার ৯৯৯ রুপি থেকে। ধাতব স্ট্র্যাপ সংস্করণের দাম ৭ হাজার ৯৯৯ রুপি। স্মার্টওয়াচটি নয়েজের অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত