ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
নির্বাচন পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথ ও ইইউ-এর বিশাল দল
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বা রাষ্ট্র সংস্কারের ওপর আয়োজিত গণভোট পর্যবেক্ষণের জন্য বিশাল পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় প্রাপ্ত কূটনৈতিক বার্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-এদোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে এই দলের নাম ঘোষণা করেছেন। এই দলে রাজনীতি, আইন, গণমাধ্যম, লিঙ্গ এবং নির্বাচন প্রশাসনসহ বিভিন্ন পেশাদার ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি সচিবালয় দল তাদের সহায়তা করবে।
কমনওয়েলথ জানিয়েছে, তাদের এই পর্যবেক্ষক দলের মূল কাজ হবে নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা স্বাধীনভাবে মূল্যায়ন করা। এই দলে মালদ্বীপের সাবেক উপমন্ত্রী জেফরে সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস, মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজিসহ কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা রয়েছেন।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তাদের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনে (EOM) ইইউ-এর ২৭টি সদস্য রাষ্ট্র ছাড়াও নরওয়ে, সুইজারল্যান্ড এবং কানাডা থেকে প্রায় ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন। লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। মিশনটি আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফর করবে।
ইতোমধ্যেই গত ২৯ ডিসেম্বর ১১ জন বিশ্লেষকের একটি কোর টিম বাংলাদেশে কাজ শুরু করেছে। গত ১৭ জানুয়ারি থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দেশের সকল প্রশাসনিক বিভাগে মোতায়েন করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে তাদের সঙ্গে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যোগ দেবেন। তারা ভোটের দিন ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল সারণীকরণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। ইইউ জানিয়েছে, তাদের পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক আচরণবিধি অনুযায়ী কাজ করবেন।
পর্যবেক্ষকদের সফরের সমন্বয়ে সরকারকে সহায়তা করছেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ। তিনি বলেন, “আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক পাঠানোর হার প্রতিদিন বাড়ছে। এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি প্রমাণ করে যে, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থা রয়েছে।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রায় দুই হাজার প্রার্থী ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি একই ব্যালটে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস