ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হচ্ছে আরও ১৬১ বাংলাদেশিকে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ২৩:৫১:৪০
লিবিয়া থেকে ফিরিয়ে আনা হচ্ছে আরও ১৬১ বাংলাদেশিকে

লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই বাংলাদেশিদের শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই ১৬১ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবর্তন করা সম্ভব হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা আইওএমের ভাড়া করা বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকাল ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনগাজীর বেনিনা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাসের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত