ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
২৭ দিনে রেমিট্যান্সের নতুন রেকর্ড

চলতি আগস্টের প্রথম ২৭ দিনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দাঁড়িয়েছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে। যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা (ডলার প্রতি ১২২ টাকা হিসেবে)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি আগস্টের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ে আসা ১৯৭ কোটি ১০ লাখ ডলারের চেয়ে ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে মোট রেমিট্যান্স এসেছে ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৮৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসেবে এ বছর রেমিট্যান্স বেড়েছে প্রায় ৬৮ কোটি ডলার, যা প্রবৃদ্ধি হিসেবে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার সমপরিমাণ রেমিট্যান্স, যা টাকার অঙ্কে প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে আটটি ব্যাংকে রেমিট্যান্স আসেনি।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে মার্চ মাসে সর্বাধিক ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল পুরো বছরের রেকর্ড। আর পুরো অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল জুলাই ১৯১.৩৭ কোটি ডলার, আগস্ট ২২২.১৩ কোটি ডলার, সেপ্টেম্বর ২৪০.৪১ কোটি ডলার, অক্টোবর ২৩৯.৫০ কোটি ডলার, নভেম্বর ২২০ কোটি ডলার, ডিসেম্বর ২৬৪ কোটি ডলার, জানুয়ারি ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারি ২৫৩ কোটি ডলার, মার্চ ৩২৯ কোটি ডলার, এপ্রিল ২৭৫ কোটি ডলার, মে ২৯৭ কোটি ডলার এবং জুন ২৮২ কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির এ ধারার পেছনে সরকারের প্রণোদনা ও বৈধ চ্যানেলে টাকা পাঠানো সহজীকরণ নীতিই বড় ভূমিকা রাখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ