ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
আরও ৩৪ কর্মকর্তার বদলির আদেশ দিয়েছে এনবিআর

অবিরাম বদলির ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ও কাস্টমস ক্যাডারের আরও ৩৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কর প্রশাসন শাখা-১ এবং কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী বদলির তালিকায় রয়েছেন কাস্টমসের তিনজন অতিরিক্ত কমিশনার, দুজন যুগ্ম কমিশনার, ১১ জন উপকমিশনার ও একজন সহকারী কমিশনার। অন্যদিকে কর ক্যাডারের বদলিতে অন্তর্ভুক্ত হয়েছেন ৭ জন উপকমিশনার ও ১০ জন সহকারী কমিশনার।
কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনে দেখা যায়, রাজশাহীর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে ঢাকার কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে, যশোরের শাকিলা পারভীনকে ঢাকায় (পশ্চিম) এবং রাকিবুল হাসানকে ঢাকার শুদ্ধ রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিলেট ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার হাসনাইন মাহমুদকে মোংলা কাস্টমস হাউসে এবং পানগাঁও কাস্টমস হাউসের শাকিল খন্দকারকে ঢাকা (পশ্চিম) ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। ১১ জন উপকমিশনারের মধ্যে ঢাকার কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটের আয়েশা তামান্না, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের ফেরদৌসী মাহবুব, পানগাঁও কাস্টমস হাউসের মো. সেলিম রেজা, এনবিআরের প্রিয়াংকা দাস শিশুসহ অনেকে নতুন পদে বদলি হয়েছেন। সহকারী কমিশনার রাজন হোসেনকে রংপুর থেকে ঢাকার বৃহৎ করদাতা ইউনিটে (ভ্যাট) পাঠানো হয়েছে।
অন্যদিকে কর প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপনে উপকর কমিশনারদের মধ্যে নোয়াখালী অঞ্চলের সাজ্জাদুল ইসলাম মীরকে কক্সবাজার, চট্টগ্রামের ইমরান হোসেনকে ঢাকা, বাহাদুর আলমকে চট্টগ্রাম ০৬-এ এবং সাবরিনা হোসেনকে নোয়াখালীতে বদলি করা হয়েছে। সহকারী কর কমিশনারদের তালিকায় রয়েছেন শফিক আহম্মেদ, আয়েশা সিদ্দিকা, রাখাল চন্দ্র শীল, ফারজানা আক্তার, মুবিনুল হক, শারজিয়া শারমিনসহ আরও অনেকে।
এর আগের দিন বুধবার একযোগে বদলি করা হয় ২২৫ কর পরিদর্শককে। শুধু তাই নয়, গত জুলাই-আগস্টে পর্যায়ক্রমে ৮০০-রও বেশি কর্মকর্তা বদলি হয়েছেন। এর মধ্যে যুগ্ম কর কমিশনার, কাস্টমস কমিশনার, সহকারী কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত কমিশনারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা রয়েছেন।
গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগে বিভক্ত করার অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে কর্মকর্তাদের আন্দোলন, ব্যবসায়ীদের মধ্যস্থতায় তা প্রত্যাহার এবং পরবর্তী সময়ে একের পর এক শাস্তিমূলক বদলির প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ