ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

প্রকৌশলী নিয়োগে ন্যায্য সমাধানের প্রতিশ্রুতি উপদেষ্টাদের

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৯:৫৩:০৮
প্রকৌশলী নিয়োগে ন্যায্য সমাধানের প্রতিশ্রুতি উপদেষ্টাদের

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের বিষয়টি দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে সরকারের উপদেষ্টারা জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই ন্যায্য সমাধান বের করা হবে। তারা বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, হঠাৎ করে তিন দফা বা সাত দফার কোনো দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া সম্ভব নয়। আগে সব পক্ষের বক্তব্য শুনে, বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। “আমরা তিনটি গ্রুপের সঙ্গে বৈঠক করব—শিক্ষার্থীরা, তাদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এবং যেসব দপ্তরে প্রকৌশলী নিয়োগ দেওয়া হয় যেমন পিডব্লিউডি, এলজিইডি, পিডিবি,” যোগ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ফাওজুল কবির খান বলেন, “আন্দোলন তো হয়ে গেছে। এখন সরকার বিষয়টি সিরিয়াসলি নিয়েছে। তাই নতুন করে কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় দিন, আমরা চেষ্টা করব এমন সমাধান করতে যাতে দুই পক্ষই লাভবান হয়।”

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যেকোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন। এখনই সমাধানের পথে এগোনো হচ্ছে।

একই সময়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সমস্যাগুলো নতুন নয়, বরং বহু পুরোনো। তাই সমাধানে সময় লাগবে। “আমরা একটি ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছি। বিএসসি ও ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের বক্তব্য শোনার পাশাপাশি, অভিজ্ঞ প্রকৌশলীদের মতামতও নেওয়া হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, আইনগত বিষয়গুলোও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে শিক্ষার্থীদের প্রতি তার অনুরোধ, আন্দোলনের নামে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত