ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
প্রকৌশলী নিয়োগে ন্যায্য সমাধানের প্রতিশ্রুতি উপদেষ্টাদের
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের বিষয়টি দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে সরকারের উপদেষ্টারা জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই ন্যায্য সমাধান বের করা হবে। তারা বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং নিরপেক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক শেষে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, হঠাৎ করে তিন দফা বা সাত দফার কোনো দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া সম্ভব নয়। আগে সব পক্ষের বক্তব্য শুনে, বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। “আমরা তিনটি গ্রুপের সঙ্গে বৈঠক করব—শিক্ষার্থীরা, তাদের অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এবং যেসব দপ্তরে প্রকৌশলী নিয়োগ দেওয়া হয় যেমন পিডব্লিউডি, এলজিইডি, পিডিবি,” যোগ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ফাওজুল কবির খান বলেন, “আন্দোলন তো হয়ে গেছে। এখন সরকার বিষয়টি সিরিয়াসলি নিয়েছে। তাই নতুন করে কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই। একটু সময় দিন, আমরা চেষ্টা করব এমন সমাধান করতে যাতে দুই পক্ষই লাভবান হয়।”
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা যেকোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন। এখনই সমাধানের পথে এগোনো হচ্ছে।
একই সময়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সমস্যাগুলো নতুন নয়, বরং বহু পুরোনো। তাই সমাধানে সময় লাগবে। “আমরা একটি ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছি। বিএসসি ও ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের বক্তব্য শোনার পাশাপাশি, অভিজ্ঞ প্রকৌশলীদের মতামতও নেওয়া হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, আইনগত বিষয়গুলোও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে শিক্ষার্থীদের প্রতি তার অনুরোধ, আন্দোলনের নামে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস