ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

‘৯০-এর ছাত্র আন্দোলন’-কে জুলাই সনদে অন্তর্ভুক্তি ও স্বীকৃতির দাবি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৮:২৭:০৩
‘৯০-এর ছাত্র আন্দোলন’-কে জুলাই সনদে অন্তর্ভুক্তি ও স্বীকৃতির দাবি

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা এবং আহতদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানিয়েছে ‘অপরাজেয় ৯০’ সংগঠন। একই সঙ্গে, ঐতিহাসিক ‘৯০-এর ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এর স্বীকৃতি দেওয়ার দাবিও তোলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের আহ্বায়ক আলী আক্কাস নাদিম বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস অত্যন্ত উজ্জ্বল ও গৌরবময়। ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন এবং চব্বিশের গণ-আন্দোলনের প্রতিটি ঐতিহাসিক মুহূর্তেই এ দেশের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল গৌরবদীপ্ত। তাই নব্বইয়ের ছাত্র আন্দোলনের অবদানকেও সমানভাবে অন্তর্ভুক্ত করা উচিত।

সংগঠনের সদস্য সচিব মো. জাকির হোসেন বলেন, নব্বইয়ের চেতনাকে ধরে রাখতে তারা একত্রিত হয়েছেন। তিনি আরও বলেন, মানুষ হিসেবে আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলতে পারি না এবং আগামী প্রজন্মের জন্য একটি অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনা থেকে গড়ে ওঠা এই সংগঠন সময়ের প্রয়োজনে নিহত ও আহতদের তালিকা প্রকাশ করবে। তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে তাদের প্রধান দাবি হলো, জুলাই সনদে ‘৯০-এর ছাত্র আন্দোলনকে সমানভাবে অন্তর্ভুক্ত করা এবং যথাযথ স্বীকৃতি দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন নয়ন, লুৎফর রহমান, জাবের আব্দুল্লাহ খান, সদস্য নুরুল ইসলাম লেলিন প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত