ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ভোটকেন্দ্র নীতিমালায় পরিবর্তন, কক্ষ বিন্যাসে নতুন নিয়ম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি কেন্দ্রে গড়ে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ২০২৫-এর ৩(১) দ্রুততম সময়ে সংশোধন করা হবে। একই সাথে ভোটগ্রহণের তারিখের ২৫ দিন পূর্বে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করবে সরকার।
ইসি সচিব আরও জানান, ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট বাক্স আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে এবং সংসদ নির্বাচনের বাজেট ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দের জন্য বৈঠকটি ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আখতার আহমেদ বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি শেষ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম সভা ২৫ সেপ্টেম্বর এবং আন্তঃমন্ত্রণালয় সভা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে আইসিটি সংক্রান্ত সব কাজ সম্পন্ন করারও কথা জানান তিনি।
নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, একটি সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ধাপ সময় মতো সম্পন্ন করা হচ্ছে এবং তারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ