ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ঢাকার ৮৫% পথশিশু মাদকাসক্ত
.jpg)
রাজধানী ঢাকায় বসবাসরত ৯ থেকে ১৮ বছর বয়সী পথশিশুদের ৮৫ শতাংশই মাদকাসক্ত। সম্প্রতি ‘পথশিশু ও কর্মজীবী শিশুদের সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা পথশিশুদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, দেশে মোট পথশিশুর সংখ্যা ৩৪ লাখ, যার অর্ধেকই রাজধানী ঢাকায় বসবাস করছে। এসব শিশুদের বাড়ি ছাড়ার পেছনে প্রধান কারণ হলো দারিদ্র্য (৩৭.৮%), বাবা-মায়ের শহরে আগমন (১৫.৪%) এবং কাজের সন্ধান (১২.১%)।
সেমিনারে বক্তারা বলেন, পথশিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খোলা আকাশ, পার্ক, ফুটপাত বা রেলস্টেশনই তাদের আশ্রয়। তারা উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটায় এবং সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকে। এর ফলে তারা সহজেই অপরাধপ্রবণ হয়ে উঠছে।
ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এই সেমিনারে মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, তারা রেলওয়ে স্টেশনসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে পথশিশুদের নিয়ে কাজ করছেন এবং সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা নির্মূল করতে চান।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী গোলাম তৌসিফ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য পথশিশুদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন বলেন, পথশিশুদের উন্নয়নের জন্য শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। তিনি আরও বলেন, থানাগুলোতে শিশুদের জন্য কোনো বিশেষ কক্ষ নেই এবং নারী পুলিশের সংখ্যা কম হওয়ায় শিশু সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তিনি সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
বক্তারা বলেন, যদি পথশিশুদের দেশের সম্পদে পরিণত করা না যায়, তবে তারা একসময় সমাজের জন্য হুমকি হয়ে উঠবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ