ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৭:২৯:৩৪
নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের ডিগ্রি-সংক্রান্ত জটিলতার নিরসনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। ইউজিসির দ্বিপাক্ষিক মিটিংয়ে সুনির্দিষ্ট সমাধান না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাসে স্মারকলিপি দেওয়ার পরও তাদের ডিগ্রি-সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। ইউজিসির অজুহাতে এক বছরের বেশি সময় ধরে তারা কেবল আশ্বাসের ওপর ভরসা করে আছেন। ২০১৯-২০ সেশনের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা স্নাতক শেষ করলেও, এসিসিই বিভাগের ক্লাস ও পরীক্ষা গত সাত মাস ধরে বন্ধ রয়েছে, যা তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কায় ফেলে দিয়েছে।

এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ডিগ্রি-সংক্রান্ত জটিলতার সমাধান এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিভাগ ও প্রশাসনিক ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা করেন, এই ন্যায়সঙ্গত আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল মহল তাদের পাশে দাঁড়াবে।

আরেক শিক্ষার্থী আব্দুর রহমান অভিযোগ করেন, ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ডিগ্রি দেওয়ার কথা বললেও, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো কেন দিতে পারছে না তা বোধগম্য নয়। তিনি মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এখানে প্রভাব বিস্তার করছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

একা তালুকদার নামের আরেক শিক্ষার্থী বলেন, তারা ক্লাসে ফিরতে চান, কিন্তু প্রশাসন তাদের ন্যায্য দাবি মানছে না। ২০১৩ সাল থেকে এই দাবিতে আন্দোলন চলে আসছে এবং প্রশাসন কেবল আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। তিনি হুঁশিয়ারি দেন, এবার দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং এটি দীর্ঘদিনের একটি জটিলতা। তিনি এই সমস্যার নিরসন চান, তবে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় কেউ ভেতরে প্রবেশ বা বাইরে বের হতে পারছেন না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের ডিগ্রি-সংক্রান্ত জটিলতার নিরসনের দাবিতে প্রশাসনিক... বিস্তারিত