ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ভোলাগঞ্জে সাদা পাথর লুটের চাঞ্চল্যকর প্রতিবেদন

সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তি সাদা পাথর লুট করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে খনিজ সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবের পক্ষে এ সংক্রান্ত প্রতিবেদন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট কোম্পানিগঞ্জ থানায় মামলাও দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট থেকে ভোলাগঞ্জের গেজেটভুক্ত কোয়ারি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় কয়েক হাজার ব্যক্তি পাথর চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পরিবেশগত আর্থিক ক্ষতি নিরূপণে ২১ আগস্ট একটি ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবকে এবং এতে বুয়েটের একজন অধ্যাপককেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক আদালতকে এফিডেভিটের মাধ্যমে অবহিত করেছেন যে, লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ চলছে এবং দায়ী ব্যক্তিদের তালিকা প্রণয়ন ও কোয়ারি এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে বিভিন্ন পত্রিকায় ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের খবর প্রকাশ হলে জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশন দায়ের করে। এ প্রেক্ষিতে ১৪ আগস্ট হাইকোর্ট রুল জারি করে এবং ৭ দিনের মধ্যে লুট হওয়া পাথর পুনরায় নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপনের নির্দেশ দেয়। পাশাপাশি, জেলা প্রশাসন, বিজিবি ও র্যাবকে দায়ী ব্যক্তিদের তালিকা করে ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়।
পরিবেশ সচিব ও খনিজ সম্পদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, গঠিত কমিটির মাধ্যমে পরিবেশ ও আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে দিন-রাত তদারকির জন্য মনিটরিং টিম গঠন করে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ