ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

লতিফ সিদ্দিকীসহ কয়েকজন ডিবি’র হেফাজতে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৮ ১৫:৩৮:৫৫
লতিফ সিদ্দিকীসহ কয়েকজন ডিবি’র হেফাজতে

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক চলাকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের একাধিক নেতাকে পুলিশ আটক করে এবং আসামীদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, জনতা লতিফ সিদ্দিকী ও অন্যান্য নেতাকর্মীদের "মবের শিকার" না করে রাখতে নিরাপত্তা স্বরূপ এ ব্যবস্থা নেয়া হয়েছে

অনুষ্ঠানে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি উপস্থিত ছিলেন না। একই সময় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারের নেতৃত্বে একদল যুবক লতিফ সিদ্দিকীসহ অংশগ্রহণকারীদের ভেতরে আটকে রাখে, যা পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধি করে

বর্তমানে আটক ব্যক্তিরা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তার দেখানো হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত