ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

গুগল জেমিনিতে এলো বড় পরিবর্তন

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ আগস্ট ২৮ ১৪:৫৪:৫৮
গুগল জেমিনিতে এলো বড় পরিবর্তন

গুগল ডিপমাইন্ডের নতুন ইমেজ এডিটিং মডেল এখন যুক্ত হলো জেমিনি (Gemini) অ্যাপে। আগাম প্রিভিউতেই এটি বিশ্বসেরা ইমেজ এডিটিং প্রযুক্তি হিসেবে ব্যবহারকারীদের কাছ থেকে সর্বোচ্চ রেটিং পেয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

আগের চেয়ে আরও উন্নত নিয়ন্ত্রণ (Nano Banana)

জেমিনিতে নেটিভ ইমেজ এডিটিং সুবিধা চালু হয়েছিল এর আগে, তবে নতুন আপডেটে মূল গুরুত্ব দেওয়া হয়েছে ছবিতে মানুষের আসল চেহারার মিল বজায় রাখায়। অর্থাৎ, এক ছবির সঙ্গে আরেক ছবি মেলানোর সময় কোনো সূক্ষ্ম ত্রুটি যেন না থাকে। পরিবার, বন্ধু কিংবা পোষা প্রাণীর ছবি সম্পাদনার ক্ষেত্রেও এবার তারা আগের মতোই চেনা থাকবে।

ব্যবহারকারীরা চাইলে এখন নিজের চুলের স্টাইল পরিবর্তন করতে পারবেন, অন্য রকম পোশাক পরাতে পারবেন, এমনকি ভিন্ন সময় বা স্থানে নিজেকে কল্পনা করেও দেখতে পারবেন। উদাহরণস্বরূপ, ৬০-এর দশকের হেয়ারস্টাইল বা পোষা কুকুরকে টুটু পোশাক পরিয়ে দেওয়া সবকিছুই সম্ভব হচ্ছে নতুন ফিচারে।

নতুন কী কী করা যাবে

কস্টিউম বা লোকেশন পরিবর্তন: নিজের বা পোষা প্রাণীর ছবি ব্যবহার করে নতুন পোশাক বা পেশার লুক দেওয়া যাবে, এমনকি ভিন্ন দশকের রূপও দেখা সম্ভব।

ফটো ব্লেন্ডিং: একাধিক ছবি একত্রে মিশিয়ে নতুন দৃশ্য তৈরি করা যাবে। যেমন নিজের ছবি ও কুকুরের ছবি একসঙ্গে মিশিয়ে দুজনকে এক ফ্রেমে আনা।

মাল্টি-টার্ন এডিটিং: এক ছবিকে ধাপে ধাপে সাজানো যাবে। খালি ঘরে প্রথমে দেয়াল রং করা, তারপর আসবাবপত্র যোগ করা সবই সম্ভব।

ডিজাইন মিক্সিং: এক ছবির নকশা বা রঙ অন্য ছবির কোনো বস্তুর সঙ্গে মেলানো যাবে। যেমন ফুলের পাপড়ির টেক্সচার ব্যবহার করে রেইনবুট ডিজাইন করা বা প্রজাপতির ডানার নকশা দিয়ে পোশাক বানানো।

সবার জন্য উন্মুক্তএই ফিচারটি এখন থেকে বিনামূল্যের ব্যবহারকারীসহ বিশ্বজুড়ে সবাই ব্যবহার করতে পারবেন। প্রতিটি তৈরি বা সম্পাদিত ছবিতে দৃশ্যমান ওয়াটারমার্ক ও গুগলের অদৃশ্য SynthID ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে, যাতে স্পষ্ট বোঝা যায় ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত