ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ল্যাপটপ বার বার হ্যাং সমাধানে ৭ কার্যকরী টিপস

ডেস্কটপের চেয়ে এখন ল্যাপটপ বেশি ব্যবহার করেন সবাই। অফিস, পড়াশোনা কিংবা বিনোদন-প্রতিটি ক্ষেত্রেই ল্যাপটপের উপর নির্ভরশীলতা বেড়েছে। তবে অনেক সময় ব্যবহারকারীরা বিরক্তিকর এক সমস্যার মুখোমুখি হন তা হচ্ছে-ল্যাপটপ হ্যাং বা ফ্রিজ হয়ে যাওয়া।
কাজের মাঝখানে স্ক্রিন ফ্রিজ হয়ে যাওয়া যেমন সময় নষ্ট করে তেমনি গুরুত্বপূর্ণ ফাইল বা প্রজেক্ট হারানোর আশঙ্কাও তৈরি করে। তাই এই সমস্যার কারণ এবং কার্যকর সমাধান জানা জরুরি।
ল্যাপটপ হ্যাং হওয়ার কারণ
১. র্যাম বা মেমোরি সীমাবদ্ধতাঅনেক সময় একই সঙ্গে অনেকগুলো সফটওয়্যার বা ব্রাউজারের ট্যাব খোলা থাকলে র্যামে অতিরিক্ত চাপ পড়ে ফলে সিস্টেম হ্যাং করে।
২. হার্ডডিস্কের সমস্যা
পুরোনো বা ধীরগতির হার্ডডিস্ক ডাটা পড়তে সময় নেয়। তাছাড়া যদি ব্যাড সেক্টর তৈরি হয় তাহলে ল্যাপটপ প্রায়ই হ্যাং করবে।
৩. অতিরিক্ত গরম হওয়া
দীর্ঘক্ষণ ব্যবহার বা কুলিং সিস্টেম ঠিকমতো কাজ না করলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যায়, এতে প্রসেসরের গতি কমে যায় এবং হ্যাং হতে পারে।
৪. অপ্রয়োজনীয় বা ভাইরাস আক্রান্ত সফটওয়্যার
অনিরাপদ অ্যাপ বা ভাইরাস/ম্যালওয়্যার ব্যাকগ্রাউন্ডে কাজ করে ল্যাপটপকে স্লো এবং হ্যাং করাতে পারে।
৫. অপারেটিং সিস্টেম বা ড্রাইভারের সমস্যা
পুরোনো বা আপডেটহীন অপারেটিং সিস্টেম কিংবা ড্রাইভারের সঙ্গে অসঙ্গতি থাকলেও এ সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যার সমাধান যেভাবে করবেন
১. র্যাম ম্যানেজমেন্ট করুন
একসঙ্গে অনেক সফটওয়্যার চালানো থেকে বিরত থাকুন। টাস্ক ম্যানেজার ব্যবহার করে কোন অ্যাপ বেশি রিসোর্স ব্যবহার করছে তা দেখে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। প্রয়োজনে র্যাম আপগ্রেড করতে পারেন।
২. স্টোরেজ পরিষ্কার করুন
ল্যাপটপের হার্ডডিস্কে অন্তত ২০ শতাংশ ফাঁকা জায়গা রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় ফাইল, ক্যাশে বা ডুপ্লিকেট ফাইল মুছে ফেলুন। চাইলে এসএসডি ব্যবহার করলে গতি অনেক বেড়ে যাবে।
৩. ভাইরাস স্ক্যান করুন
একটি ভালো অ্যান্টিভাইরাস ইনস্টল করে নিয়মিত স্ক্যান চালান। সন্দেহজনক ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৪. সফটওয়্যার ও ড্রাইভার আপডেট করুন
সর্বশেষ অপারেটিং সিস্টেম আপডেট ইনস্টল করুন। একই সঙ্গে গ্রাফিক্স কার্ড, অডিও, নেটওয়ার্কসহ প্রয়োজনীয় ড্রাইভার নিয়মিত আপডেট রাখুন।
৫. কুলিং সিস্টেম ঠিক রাখুন
ল্যাপটপ সবসময় শক্ত, সমতল জায়গায় ব্যবহার করুন। কুলিং প্যাড ব্যবহার করতে পারেন। নিয়মিত ফ্যান ও ভেন্ট ক্লিন করলে ধুলো জমে ওভারহিট হওয়া কমে যায়।
৬. স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রণ করুন
অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ল্যাপটপ চালুর সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় যা সিস্টেমকে স্লো করে। স্টার্টআপ ম্যানেজমেন্ট থেকে সেগুলো বন্ধ করুন।
৭. সিস্টেম রিসেট বা নতুন ইনস্টলেশন
সব পদ্ধতি চেষ্টা করেও যদি সমাধান না পান তাহলে অপারেটিং সিস্টেম রিসেট বা নতুন করে ইনস্টল করতে পারেন। এতে পুরোনো সমস্যা অনেক সময় দূর হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত