ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সড়ক অবরোধের পর সরকারের গায়েবী জানাজা পড়ল শিক্ষার্থীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ২২:৩২:২৯
সড়ক অবরোধের পর সরকারের গায়েবী জানাজা পড়ল শিক্ষার্থীরা

ঢাকায় আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ এবং নিজেদের তিন দফা দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারের ‘গায়েবী জানাজা’ পড়েছেন চট্টগ্রামের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনের পর মাগরিবের নামাজের পর তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

এর ফলে নগরীর ব্যস্ততম এই মোড়কে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা সরকারের ‘হেদায়েত’ কামনা করে মোনাজাত করেন এবং সড়ক ছেড়ে দেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’র ব্যানারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিইসি মোড় থেকে মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থী নজরুল ইসলাম জানান, "শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তো নেওয়াই হয়নি, উল্টো ঢাকায় বুয়েটের ভাইদের ওপর হামলা করা হয়েছে। সরকারের এই ভূমিকার প্রতিবাদেই আমরা গায়েবী জানাজা আদায় করেছি।"

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লেখা বন্ধ করা, তাদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে বিএসসি প্রকৌশলীদেরও আবেদনের সুযোগ দেওয়া।

নগরীর পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, শিক্ষার্থীরা মাগরিবের পর পরই সড়ক থেকে সরে গেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত