ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

প্রধান উপদেষ্টার উচিত ছিল নজরুলের কবরে ফুল দেওয়া: শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ২১:৩৬:৩৩
প্রধান উপদেষ্টার উচিত ছিল নজরুলের কবরে ফুল দেওয়া: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কোনো সত্যিকারের গবেষণা হচ্ছে না এবং তিনি ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশেও ধারাবাহিকভাবে উপেক্ষিত হয়ে আসছেন। তিনি বলেন, নজরুল গবেষণা ইনস্টিটিউট থাকলেও সেখানে এখন আর সত্যিকারের গবেষণা হয় না।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, "কবি অনেকে আছেন, কিন্তু কাজী নজরুল ইসলাম একাধারে সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, সাংবাদিক, সৈনিক এবং রাজনৈতিক কর্মী ও নেতা ছিলেন। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি স্পর্শ করেননি।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে যদি কোনো কবি মিলে যান, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তিনি খেটে খাওয়া মানুষ, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন, ব্রিটিশ ভারতে জেল খেটেছেন।"

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, "অনেকেই কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কবরে ফুল দিয়েছেন। আমি মনে করি, ডক্টর ইউনূসেরও উচিত ছিল সেখানে গিয়ে ফুল দেওয়া। তাহলে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান জানানো হতো।"

বিএনপির রাজনীতির সঙ্গে নজরুলের আদর্শের মিল রয়েছে দাবি করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, "বিএনপি সাধারণ ও গরিব মানুষের রাজনীতি করে; স্বাধীনতা, সাম্যবাদ ও খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে। সে হিসাবে বিএনপির রাজনীতি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তাভাবনা একই, অভিন্ন।"

তিনি জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে সারাদেশে এবং ঘরে ঘরে পালন করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা কাদের গণি চৌধুরী, সাঈদ সোহরাব, কবি রেজাউদ্দিন স্টালিনসহ অন্যরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত