ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সমাধানের খোঁজে বৈঠকে শিক্ষার্থী-উপদেষ্টারা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ২০:৫৩:৩০
সমাধানের খোঁজে বৈঠকে শিক্ষার্থী-উপদেষ্টারা

সারাদিনের উত্তেজনা, সংঘর্ষ ও অচলাবস্থার পর অবশেষে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসেছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শিক্ষার্থীদের ১১ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে রেলভবনে বৈঠকে বসেছেন সরকারের তিনজন উপদেষ্টা।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার কিছু পর রাজধানীর রেলভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলছিল।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, আলোচনা শেষে এর ফলাফল শাহবাগে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে আজ দিনভর শাহবাগ এলাকায় দফায় দফায় উত্তেজনা ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর সন্ধ্যায় সংকট নিরসনে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত