ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
ঢাকায় হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে রুয়েট শিক্ষার্থীরা

ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধ চলাকালে পুলিশের গাড়ি দেখা মাত্র শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে এগিয়ে যান। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকায় আমাদের ন্যায্য দাবির মিছিলে পুলিশ অযৌক্তিকভাবে হামলা চালিয়েছে। এতে সহপাঠীরা রক্তাক্ত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি করছি। পাশাপাশি আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে।
এর আগে তিন দফা দাবিতে বুধবার সকাল ১১টার দিকে পূর্বঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বহু শিক্ষার্থী আহত হন।
প্রকৌশল শিক্ষার্থীদের মূল তিন দফা দাবি হলো-
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সকলের জন্য নিয়োগ প্রক্রিয়া উন্মুক্ত করা।৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা।
তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর শিক্ষার্থীরা নতুন করে চার দফা অতিরিক্ত দাবি উত্থাপন করেন। সেগুলো হলো-
১. ডিসি মাসুদসহ যারা শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছেন, তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং পুলিশ বাহিনীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।২. উপদেষ্টা ফওজুল কবির খান, রেজওয়ানা হাসান ও আসিফ নজরুলকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।৩. পূর্বের তিন দফা দাবির বাস্তবায়নে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে।৪. বুয়েটের ইইই বিভাগের (২০১৭ ব্যাচ) শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রকে নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও