ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ইন্টারনেট বন্ধ, টহল জোরদার, দেখামাত্র গুলির নির্দেশ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৭ ১৯:৩২:০৭
ইন্টারনেট বন্ধ, টহল জোরদার, দেখামাত্র গুলির নির্দেশ

আসামের ধুবরি ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় গত দুই মাস ধরে চলা অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান বজায় থাকছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, রাতের বেলায় বহাল থাকা দেখামাত্র গুলি (শুট অ্যাট সাইট) করার নির্দেশ দুর্গাপূজা পর্যন্ত কার্যকর থাকবে।

এই পদক্ষেপের সূত্রপাত জুন মাসে, যখন ধুবরিতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। গোষ্ঠীগত সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন, আহত হন শতাধিক মানুষ। পরবর্তীতে পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর নির্দেশ দেয়। শুরুতে এ নির্দেশ কেবল রাতের জন্য প্রযোজ্য ছিল, যাতে দিনে স্বাভাবিক কার্যক্রম চালু রাখা যায়।

প্রশাসনের তথ্যানুযায়ী, উত্তেজনা বাড়ার অন্যতম কারণ ছিল ভুয়া খবর এবং গুজবের বিস্তার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে কয়েক দিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়। শুধু ধুবরিই নয়, গোলপাড়া, বারপেটা এবং কোচবিহার সীমান্তসংলগ্ন এলাকাগুলোতেও উত্তেজনা দেখা দেয়। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ না হওয়া পর্যন্ত আমরা ঝুঁকি নিতে চাই না। তাই আগের নির্দেশ বহাল থাকবে।”

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় এখনো অস্থিরতার সম্ভাবনা রয়েছে। গোষ্ঠীগত সংঘর্ষ থেকে রাজনৈতিক উত্তেজনা—সবকিছু মিলিয়ে ধুবরির পরিস্থিতি এখনো নাজুক। পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত