ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

কৃষি জমি রক্ষায় নতুন আইন করে দিয়ে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৮:৪১:০৫
কৃষি জমি রক্ষায় নতুন আইন করে দিয়ে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই, তবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই কৃষি জমি সুরক্ষা নিশ্চিত করতে একটি নতুন আইন করে দিয়ে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই আইনের মাধ্যমে কৃষি জমির যথেচ্ছ ব্যবহার রোধ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় 'ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ' হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের সময় বেশিদিন নাই। আমরা একটি কৃষি আইন করে দিয়ে যাবো, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়।” তিনি আরও যোগ করেন, “সড়ক ও জনপথ বিভাগ যেমন কোনো রাস্তা করার সময় জমির মালিককে তিনগুণ দাম দেয়, তেমনি এখন থেকে এলজিইডিকেও (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) জমি অধিগ্রহণের ক্ষেত্রে তিনগুণ দাম দিতে হবে।”

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, "আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করতে পারেন, তবে সবাই পাটজাত পণ্য ব্যবহারে উৎসাহিত হবেন।" তিনি জানান, পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে কৃষিকে বাঁচাতে ও পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন এবং জেলা কৃষি কর্মকর্তা ড. রবিআহ নূরসহ অন্যরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত