ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ইলিশ এখন ধনীদের মাছ, টুকরো করে বিক্রির দাবি আইনজীবীর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৮:৩৩:১৫
ইলিশ এখন ধনীদের মাছ, টুকরো করে বিক্রির দাবি আইনজীবীর

দেশের সব শ্রেণির মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের মধ্যে জাতীয় মাছ ইলিশকে নিয়ে আসতে বাজারে টুকরো বা খণ্ড করে বিক্রির ব্যবস্থা চালুর নির্দেশনা চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম বুধবার (২৭ আগস্ট) মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, ইলিশ বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হলেও আকাশচুম্বী দামের কারণে এটি এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে জাতীয় মাছ হওয়া সত্ত্বেও এর স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে দেশের বড় একটি জনগোষ্ঠী।

আইনজীবী শহিদুল ইসলাম তার আবেদনে যুক্তি দেখান, নব্বইয়ের দশক পর্যন্তও সাধারণ পরিবারের পক্ষে ইলিশ কেনা সম্ভব ছিল। কিন্তু বর্তমানে বাজারে ইলিশের কোনো সরকার-নির্ধারিত ন্যায্যমূল্য না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম হাঁকাচ্ছেন। এছাড়া, আস্ত ইলিশ কেনার সামর্থ্য না থাকায় এবং টুকরো করে কেনার কোনো ব্যবস্থা না থাকায় নিম্ন ও মধ্যবিত্তরা ইলিশ কেনা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে ইলিশ মাছ এখন কেবল উচ্চবিত্তের ভোগ্যপণ্যে পরিণত হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ইলিশ একটি প্রাকৃতিক সম্পদ এবং এর জেলেরা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভর্তুকি পেয়ে থাকেন। কিন্তু এর সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে না।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আবেদনে চারটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে:১. বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা।২. ইলিশের দাম নিয়ন্ত্রণে আনা।৩. বিক্রয় সংক্রান্ত তথ্য জনগণের জন্য প্রচারের ব্যবস্থা করা।৪. বাজারে বাধ্যতামূলকভাবে ইলিশ মাছ খণ্ড আকারে বিক্রির ব্যবস্থা প্রবর্তন করা।

আইনজীবী মনে করেন, এই পদক্ষেপগুলো নেওয়া হলে দেশের প্রতিটি শ্রেণির মানুষ জাতীয় মাছ ইলিশের স্বাদ নিতে পারবে এবং এর জাতীয় গৌরব অক্ষুণ্ণ থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত