ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

৮ বছর আগের দুর্ঘটনায় এখনো ভুগছেন আফরান নিশো

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ২৭ ১৮:২৫:৪৯
৮ বছর আগের দুর্ঘটনায় এখনো ভুগছেন আফরান নিশো

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দীর্ঘদিন ধরে হাঁটু ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন, যা তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। নিশো জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে এবং পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তাঁকে হাঁটুর সার্জারি করাতে হবে।

নিশো জানান, প্রায় সাত-আট বছর আগে একটি নাটকের শুটিংয়ে বাইক দুর্ঘটনার শিকার হন তিনি। তখনই হাঁটুতে মারাত্মক আঘাত পান, যা পরবর্তীকালে বড় সমস্যার সৃষ্টি করে। দুর্ঘটনার পর চিকিৎসকরা তাঁকে ৩০ দিনের বিশ্রামের পরামর্শ দিলেও, কাজের চাপে মাত্র তিন দিন পরই তিনি শুটিংয়ে ফিরে আসেন। এই অনিয়মই তাঁর সমস্যাকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেন, “ওই সময় এক মাস শুটিংয়ে গ্যাপ দেওয়া মানে হলো বড় অপরাধী হয়ে যাওয়া। আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম।”

আফরান নিশো আরও জানান, হাঁটুতে লিগামেন্টের সমস্যা থাকায় তাঁকে মাঝে মাঝেই তীব্র ব্যথার শিকার হতে হয়। গত কয়েক বছরে এমন অনেকবার হয়েছে যখন তিনি কাজ করতে গিয়ে হঠাৎ করে তীব্র ব্যথার কারণে থমকে গেছেন। তিনি এই ব্যথাকে ‘ইলেকট্রিক শকের’ মতো বলে বর্ণনা করেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে ফুটবল খেলার সময়ও তিনি গুরুতর আহত হন। এই ঘটনাগুলোর পর তিনি উপলব্ধি করেছেন যে তাঁর পূর্ণাঙ্গ বিশ্রাম এবং চিকিৎসা প্রয়োজন।

বর্তমানে আফরান নিশো তাঁর পা মোটামুটি ঠিক থাকলেও, মেরুদণ্ডের সমস্যার জন্য নিয়মিত থেরাপি ও এক্সারসাইজের সাহায্য নিচ্ছেন। কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে পুরোপুরি সুস্থ হয়েই আবার ফিরতে চান তিনি। যদিও অক্টোবরের শেষ দিকে তাঁর নতুন সিনেমা ‘দম’-এর শুটিং শুরু হওয়ার কথা আছে।

এদিকে, নিশো সম্প্রতি নতুন ওয়েব সিরিজ ‘আকা’ নিয়ে দর্শকদের সামনে এসেছেন, যা আগামী ৪ সেপ্টেম্বর হইচইয়ে মুক্তি পাবে। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত