ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে চলতে হবে: পরিবেশ উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৮:২১:৪৬
উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা একসঙ্গে চলতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য। তিনি বলেন, দেশের জাতীয় অগ্রাধিকারগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগীদের সহায়তার সুষ্ঠু সমন্বয় করা গেলেই টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অর্জন করা সম্ভব হবে।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তাদের সঙ্গে ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)’ এবং এর ওয়েবসাইট নির্মাণ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, "বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশ। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমাদের অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।" তিনি জোর দিয়ে বলেন, "আমাদের উন্নয়ন লক্ষ্য এবং পরিবেশ সুরক্ষা অবশ্যই পাশাপাশি চলতে হবে। যৌথ উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আমাদের সকল অগ্রগতিকে ছাপিয়ে যাবে।"

বৈঠকে উপদেষ্টা বিসিডিপি’র ওয়েবসাইটে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত প্রশমন ও অভিযোজনমূলক কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেন, যাতে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রচেষ্টাগুলো সঠিকভাবে প্রতিফলিত হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত