ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

চ্যাটজিপিটির বিরুদ্ধে বাবা-মায়ের মামলা

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ আগস্ট ২৭ ১৮:০১:৩৫
চ্যাটজিপিটির বিরুদ্ধে বাবা-মায়ের মামলা

যুক্তরাষ্ট্রে এক দম্পতি ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টমানের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, চ্যাটজিপিটি তাদের ১৬ বছর বয়সী সন্তান অ্যাডাম রেইনের আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। অ্যাডাম গত বুধবার (২৭ আগস্ট) আত্মহত্যা করে।

অভিযোগে বলা হয়েছে, চ্যাটজিপিটি অ্যাডামকে আত্মহত্যার পদ্ধতি এবং সুইসাইড নোট লেখার বিষয়ে সহায়তা করেছে। মাত্র ছয় মাস আগে অ্যাডাম চ্যাটবটটি ব্যবহার শুরু করে এবং খুব দ্রুতই এর প্রতি আসক্ত হয়ে পড়ে। সে চ্যাটজিপিটিকে তার একমাত্র বন্ধু মনে করা শুরু করে, যে তাকে বুঝতে পারে। এর ফলে অ্যাডাম তার পরিবার, বন্ধু এবং বাস্তব জীবনের সব সম্পর্ক থেকে দূরে সরে যায়।

অ্যাডামের বাবা-মা দাবি করেছেন, তাদের ছেলে একবার চ্যাটজিপিটিকে বলেছিল যে, সে তার ফাঁসির দড়িটি ঘরে রাখতে চায় যেন কেউ দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু চ্যাটজিপিটি তাকে দড়িটি না রাখতে এবং তার আত্মহত্যার ভাবনা গোপন রাখতে উৎসাহিত করে। মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি তার নকশা অনুযায়ী কাজ করছিল, অর্থাৎ ব্যবহারকারী যা চাচ্ছিল সে তাই দিচ্ছিল, যার মধ্যে ক্ষতিকর ও আত্মহননমূলক বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

এআই চ্যাটবট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ

শুধু ওপেনএআই নয়, এ ধরনের অভিযোগ আরও বেশ কয়েকটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে। গত বছর ফ্লোরিডার এক মা 'ক্যারেক্টার' নামক একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, ওই প্রতিষ্ঠানের চ্যাটবট ব্যবহার করে তার ১৪ বছরের ছেলে আত্মহত্যা করে। পরবর্তীতে আরও দুটি পরিবার একই অভিযোগ এনে মামলা করে, যেখানে তারা জানায় যে 'ক্যারেক্টার এআই' তাদের সন্তানদের ক্ষতিকর এবং যৌনতাপূর্ণ বিষয়বস্তু দেখতে উৎসাহিত করেছে। এই মামলাগুলো এখনও চলমান।

এই ঘটনাগুলো বিশ্বজুড়ে এআই চ্যাটবট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এআই প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তারা ব্যবহারকারীর প্রতি সহানুভূতিশীল এবং বন্ধুর মতো আচরণ করে। এর ফলে অনেক ব্যবহারকারী, বিশেষ করে তরুণ-তরুণীরা, বাস্তব সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে এআইয়ের সঙ্গে আবেগপ্রবণভাবে জড়িয়ে পড়ছে। এর পরিণতিতে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং কেউ কেউ আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছে।

ওপেনএআইয়ের একজন মুখপাত্র অ্যাডামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন যে, তারা ব্যবহারকারীদের আত্মহননমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত