ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

'ফকিন্নির বাচ্চা' মন্তব্যে রুমিন ফারহানার ব্যাখ্যা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৭ ১৭:০৭:৫৯
'ফকিন্নির বাচ্চা' মন্তব্যে রুমিন ফারহানার ব্যাখ্যা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে দেওয়া মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট রুমিন ফারহানা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, ‘ফকিন্নির বাচ্চা’ শব্দটি কোনো ব্যক্তির আর্থিক অবস্থাকে নয়, বরং একটি নির্দিষ্ট মানসিকতা ও চিন্তাধারাকে বোঝাতে ব্যবহার করেছেন।

রুমিনের ব্যাখ্যায়, এটি একটি মানসেট বোঝাতে বলা হয়েছে—যেখানে নিচু মানসিকতা, অশালীন ও অবমূল্যায়নমূলক চিন্তাভাবনার প্রকাশ ঘটে। তিনি অভিযোগ করেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাদের রাজনৈতিক বক্তব্যে যেভাবে আক্রমণাত্মক ও অশোভন শব্দ ব্যবহার করছেন, তা রাজনৈতিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

রুমিনের ভাষ্য মতে, তারা যে ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে, তা বস্তির স্ল্যাং ভাষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি দাবি করেন, নিজের পোস্টে সংযুক্ত ছবি ও স্ক্রিনশট থেকেই স্পষ্ট হয় যে তার মন্তব্যটি কার উদ্দেশে ছিল।

উল্লেখ্য, গত রোববার এক বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে কটাক্ষ করেন। এর পরদিন সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান এবং হাসনাতের ছাত্রলীগ-সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন।

এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত