ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ হতে পারে বৃহস্পতিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে। বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দেয় কমিশন। আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ রমজানের আগেই আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা।
এর আগে গত রোববার (২৪ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে রোডম্যাপের বিস্তারিত ঘোষণা দেন। এছাড়া গত সপ্তাহে (২২ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনারদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়। বৈঠকে অংশ নেন চার কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তি শুনানি শুরু হয়েছে ২৪ আগস্ট থেকে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
বর্তমানে খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ইসি জানিয়েছে, খসড়া ভোটকেন্দ্র তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর এ তালিকার ওপর আপত্তি জানানো যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হবে ২০ অক্টোবর।
এছাড়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আরও ৪টি দেশের প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনের পূর্বপ্রস্তুতির এই রোডম্যাপের মাধ্যমে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সময়মতো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে কমিশন—এমনটাই দাবি সংশ্লিষ্টদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল