ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
বিএনপির বড় পরিকল্পনা, জোটে থাকতে পারে যারা
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে নানা ধরনের নির্বাচনি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনি জোট গঠন নিয়েও বিভিন্ন দলের সঙ্গে বৈঠক-আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান জানিয়েছেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করা হবে।
দেশের মানুষ সাধারণত সারাক্ষণ রাজনৈতিক চর্চায় আগ্রহী। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্নও আছে বিএনপি কাদের সঙ্গে জোট গঠন করবে। বিএনপি নেতারা বলছেন, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গে জোট হতে পারে এবং আগামীর সরকারে তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা চলছে; তাদের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়গুলো চূড়ান্ত হয়নি। ইসলামি দলগুলোর সঙ্গে সম্ভাব্য জোট প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কীভাবে তা সম্ভব তা নিয়ে আলোচনা চলছে।
মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামি দলগুলোর ঐক্য হওয়ার সম্ভাবনা কম। তাই কিছু ইসলামপন্থি দলের সঙ্গে বিএনপি ‘সমঝোতা’ করতে পারে। তবে নির্বাচনের তফশিল ঘোষণার পর সবকিছু স্পষ্ট হবে।
সাধারণত তফশিল ঘোষণার পরই জোট বা নির্বাচনি সমঝোতা চূড়ান্ত হয়। সব দলের সঙ্গে বিএনপির সুসম্পর্ক থাকলেও এখনো কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি।
পর্যবেক্ষকরা মনে করেন, দেশের বিগত নির্বাচনে দোদুল্যমান ভোটারদের বেশির ভাগ ভোট ‘ধানের শীষ’ ও ‘নৌকা’ প্রতীকে গেছে। যেহেতু আওয়ামী লীগ ভোটের মাঠে নেই তাই ধারণা করা হচ্ছে এসব ভোট ধানের শীষে যাবে। ইসলামপন্থি দলের ভোটের প্রভাব তুলনামূলকভাবে কম কারণ তাদের ভোট প্রায় ‘ফিক্সড’। সেক্ষেত্রে নির্বাচনের পর বিরোধী দলের জন্য নাটকীয় কিছু ঘটার সম্ভাবনা রয়েছে।
বিএনপি দীর্ঘদিন ধরে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। জনগণের ভোটে ক্ষমতায় এলে গণতান্ত্রিক আন্দোলনে থাকা দলগুলো নিয়ে ‘জাতীয় সরকার’ গঠন করবে বলে বিএনপি জানিয়েছে।
তদন্তে দেখা গেছে, বিএনপি অতীতে যেসব মিত্রদের সঙ্গে আন্দোলন ও সংগ্রাম করেছে তাদের সঙ্গে জোট গঠন করতে পারে। এই জোটে মুহাম্মাদ মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি ইসলামপন্থি দলও থাকতে পারে।
বিএনপির একাধিক নেতা জানান, মুহাম্মাদ মামুনুল হকের পরিবারের সঙ্গে জিয়া পরিবারের সুসম্পর্ক রয়েছে। তার বাবা প্রয়াত শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সঙ্গে ছিলেন।
নির্বাচন যত এগোবে তত নানা রকম পরিস্থিতি দেখা দেবে। বিগত নির্বাচনে দেখা গেছে, ‘ওয়ানম্যান শো’ ধরনের অর্ধশতাধিক ছোট দলও ভোটের আগে তৎপরতা বাড়ায়। কোনো কোনো দল জোট ভারি করতে অন্তর্ভুক্ত হতে পারে তবে বাস্তবে তাদের ভোটের প্রভাব কম।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, জামায়াতে ইসলামী এককভাবে বা বিএনপির বাইরে কোনো জোট গঠন করলেও ভোটের মাঠে তা উল্লেখযোগ্য সুবিধা দিতে নাও পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল