ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বাঁধ খুলে দিয়েছে ভারত, নিরাপদ আশ্রয়ে লাখো মানুষ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৭ ০৯:৩৫:২৮
বাঁধ খুলে দিয়েছে ভারত, নিরাপদ আশ্রয়ে লাখো মানুষ

ভারত থেকে বাঁধের অতিরিক্ত পানি ছাড়ার পর সীমান্তবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কায় লাখো মানুষকে সরিয়ে নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৬ আগস্ট) পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃত করে এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভারত সম্ভাব্য সীমান্তবর্তী বন্যার বিষয়ে পাকিস্তানকে আগাম সতর্ক করেছিল। কয়েক মাস পর এটিই দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম প্রকাশ্য কূটনৈতিক যোগাযোগ।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, পাঞ্জাব প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে কাসুর জেলা থেকে অন্তত ১৪ হাজার এবং সীমান্তঘেঁষা বাহাওয়ালনগর শহর থেকে ৮৯ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নদী-খাল ও নিম্নাঞ্চল এড়িয়ে চলতে, অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে এবং গণমাধ্যম, মোবাইল ফোন ও এনডিএমএ’র সতর্কতা অ্যাপের মাধ্যমে প্রচারিত বার্তা অনুসরণ করতে আহ্বান জানিয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বুনের জেলায় পাহাড়ি ঢল ও মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়। অনেক বাসিন্দা অভিযোগ করেছিলেন, তারা কোনো সতর্কবার্তা পাননি। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি ছিল, আকস্মিক মেঘভাঙা বর্ষণই এ বিপর্যয়ের কারণ।

দেশজুড়ে মৌসুমি বন্যা ও বৃষ্টিপাতে ২৬ জুন থেকে এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবল বর্ষণে অন্তত ৬৫ জন নিহত এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালে কাশ্মীরের ভয়াবহ বন্যায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তবে এবারের সতর্কবার্তাটি পাকিস্তানকে সরাসরি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল প্লাবিত হয়েছিল এবং প্রায় ১ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত