ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

অভিনেত্রী হিমুর মৃত্যু: প্রেমিক রাফির বিচার শুরু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৬ ২৩:৩৬:৫১
অভিনেত্রী হিমুর মৃত্যু: প্রেমিক রাফির বিচার শুরু

জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রাফির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আসামিপক্ষের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

২০২৩ সালের ২ নভেম্বর রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে হিমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হিমুর মামা নাহিদ আক্তার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাফিকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে রাফির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, হিমুর সঙ্গে রাফির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগের দিন, ১ নভেম্বর, মনোমালিন্যের জেরে হিমু তার মোবাইল নম্বর ও বিগো আইডি ব্লক করে দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরদিন, ২ নভেম্বর, রাফি হিমুর বাসায় আসেন এবং ব্লক করা নিয়ে তাদের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। অভিযোগ অনুযায়ী, এসময় রাফি হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন, যার ফলে রাগে ও অভিমানে হিমু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হিমুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করলে রাফি মরদেহ হাসপাতালে রেখেই হিমুর দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

উল্লেখ্য, হোমায়রা হিমু ২০০৫ সালে অভিনয়ের জগতে পা রাখেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত