ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

গা-জা যু-দ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে তীব্র বিক্ষোভ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২৬ ১৭:০১:৫৭
গা-জা যু-দ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে তীব্র বিক্ষোভ

গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং হামাসের হাতে আটক বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দেশজুড়ে প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা, যার ফলে দেশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিবিসির খবর অনুযায়ী, এই বিক্ষোভের আয়োজন করেছে ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ নামের একটি সংগঠন, যারা দীর্ঘদিন ধরে জিম্মিদের মুক্তির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছে। বিক্ষোভকারীরা তেল আবিবের উত্তরে প্রধান উপকূলীয় মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক পুরোপুরি বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন একটি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক আনুমানিক ২০ জন জীবিত জিম্মিকে মুক্ত করতে ভূমিকা রাখেন।

এদিন সকালে এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে ৭ অক্টোবর জিম্মি হওয়া মাতান জাঙ্গাউকারের মা আইনভ জাঙ্গাউকার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "৬৯০ দিন ধরে সরকার কোনো সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজ এটা পরিষ্কার যে নেতানিয়াহু একটি জিনিসকেই ভয় পান, আর তা হলো জনগণের চাপ।"

তিনি আরও বলেন, "আমরা এই যুদ্ধ আরও এক বছর আগেই শেষ করতে পারতাম এবং সকল জিম্মি ও সেনাদেরকে ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বারবার বেসামরিক মানুষদের বলি দেওয়ার পথ বেছে নিয়েছেন।"

এই প্রতিবাদ এমন এক সময়ে হচ্ছে, যখন ইসরায়েল গাজায় নতুন করে বিমান হামলা চালাচ্ছে এবং সেখানে স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে। এর আগে সোমবার দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হয়, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক এবং চারজন স্বাস্থ্যকর্মী ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত